Rath Yatra 2023: 350 বছরের ঐতিহ্যবাহী বারুইপুরের রায়চৌধুরীদের রথযাত্রা
আজ মঙ্গলবার রথযাত্রার পুণ্যতিথি ৷ দক্ষিণ 24 পরগনার বারুইপুরের রায়চৌধুরী বাড়িতে রথযাত্রা উৎসব পালিত হয় মহাসমারোহে ৷ তবে এই রথযাত্রা শুধু রায়চৌধুরীদের নয় ৷ বারুইপুরের সকল মানুষের কাছে বড় একটা উৎসব ৷ কথিত আছে প্রায় সাড়ে তিনশো বছর আগে এই রথযাত্রার সূচনা করেছিলেন জমিদার রাজবল্লভ রায়চৌধুরী ৷ তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন ৷ সেই সময় জমিদার বাড়িতে নাটমন্দির প্রতিষ্ঠা করে জগন্নাথ দেব, দেবী সুভদ্রা ও বলভদ্রের মূর্তি প্রতিষ্ঠা করেন ৷ ধুমধাম করে পুজো করে জগন্নাথ প্রতিষ্ঠা করা হয় ৷
সেই সময় থেকেই রায়চৌধুরী বাড়ির রথযাত্রা হয়ে আসছে ৷ তিন প্রহরে রথের রশিতে টান দেওয়া হয় ৷ রথাযাত্রা উপলক্ষে রায়চৌধুরীদের রাস ময়দানে মেলা বসে ৷ সেই মেলা এক মাস ধরে চলে ৷ উলটো রথেও মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো ৷ এই রায়চৌধুরীদের জমিদার বাড়ির সঙ্গে বাংলা সাহিত্যের একটা বড় যোগ রয়েছে ৷ বারুইপুরে রায়চৌধুরীদের বাড়িতে সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বেশ কিছুদিন থেকেছিলেন ৷ ‘দুর্গেশ নন্দিনী’ উপন্যাসের একটা বড় অংশ এই বাড়িতে বসেই তিনি লিখেছিলেন বলে জানা যায় ৷