Rath Yatra: খিদিরপুরে বেরোবে 28 ফুটের রথ
রথ মানেই পুরী । তবে এ বার কলকাতায় বসেই পাওয়া যাবে সেই স্বাদ । 28 ফুট উচ্চতার রথ বেরোবে খিদিরপুরের জগন্নাথ দেবের মন্দির থেকে (28 foot Rath in Khidirpur)। মন্দিরের সভাপতি মনোজ পল্লি বলেন, "বিগত 40 বছর ধরে আমাদের রথযাত্রা (Rath Yatra) হয় । প্রতি বছর স্বভুমিতে আমাদের মাসির বাড়ি করা হয় । তবে এ বার সেই জায়গা বদলে করা হচ্ছে খিদিরপুরের 25-এর পল্লি । রথের দিন মঙ্গল আরতি হবে । আর চিরাচরিত পন্থা মেনেই হবে পুজো । আর সব ভক্তরা মিলে মাসির বাড়ি দিয়ে আসবে জগন্নাথ দেবকে । বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।"
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST