Big Saraswati Idol: তারকেশ্বরে নজর কাড়ছে 21 ফুটের সরস্বতী - Saraswati Puja 2023
বেশ কয়েকবছর ধরে স্বাভাবিকের তুলনায় বড় সরস্বতী প্রতিমা পুজো করে আসছে হুগলির তারকেশ্বরের নছিপুরের দি কিশোর সংঘ (Famous Saraswati Puja in Hooghly)৷ এবার তাদের পুজো 42তম বর্ষে পা দিল (Saraswati Puja 2023)। তবে অতিকায় প্রতিমার গড়ন ঠিকঠাক না আসায় তাঁরা প্রতিবার একটু একটু উচ্চতা কমিয়ে আনতে থাকেন ৷ এবারের প্রতিমার উচ্চতা 21 ফুট । তবে শুধু প্রতিমাই নয়, এই পুজোকে কেন্দ্র করে ছয় দিনের মেলা বসে নছিপুর সিদ্ধেশ্বরী মাঠে । ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ এবার তার মধ্যে রয়েছে অঙ্কন প্রতিযোগিতা, রক্তদান শিবির, দু:স্থদের বস্ত্র বিতরণ ইত্যাদি । পাশাপাশি দর্শকদের মনোরঞ্জনের জন্য এবছর সেলফি জোনের আয়োজন করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে ৷ থাকবে প্রতিদিনের বেস্ট সেলফি পুরস্কার ৷ তবে বড় প্রতিমাই সাধারণত এই পুজোর মূল আকর্ষণ থাকে প্রতিবছর ৷ পুজো করার জন্য বড়র নিচে ছোট প্রতিমা রাখা হয় ৷