পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Udayan Guha: মন্ত্রী উদয়নকে স্বাগত জানাতে প্রস্তুত দিনহাটা, জনতাকে মিষ্টিমুখ করাতে তৈরি 20 হাজার লাড্ডু - উদয়ন গুহ

By

Published : Aug 8, 2022, 5:04 PM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

মন্ত্রী হয়েছেন কোচবিহারের দিনহাটার (Dinhata) বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha) ৷ তাঁকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের (Department of North Bengal Development) দায়িত্ব দেওয়া হয়েছে ৷ সেই পদে শপথ গ্রহণের পর মঙ্গলবার দিনহাটায় ফিরবেন উদয়ন ৷ মন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷ দিনহাটার রাস্তায় লাগানো হয়েছে তোরণ ৷ সেইসঙ্গে, আমজনতাকে মিষ্টিমুখ করাতে তৈরি হচ্ছে লাড্ডু (Laddu) ৷ সব মিলিয়ে 20 হাজার লাড্ডু তৈরি করা হচ্ছে ৷ সব কাজ যাতে পরিকল্পনা মাফিক সারা হয়, তা দেখভালের দায়িত্বে রয়েছেন তৃণমূল নেতা তথা দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী ৷ তিনি জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে পদাতিক এক্সপ্রেসে কোচবিহার পৌঁছবেন উদয়ন ৷ স্টেশনেই তাঁকে সংবর্ধনা দেওয়া হবে ৷ এরপর চারচাকা গাড়ি ও মোটরবাইকের ব়্যালি করে মন্ত্রীকে দিনহাটায় নিয়ে আসা হবে ৷ পরবর্তীতে শহরের পাঁচমাথা মোড়েও তাঁকেও ফের একবার সংবর্ধনা দেওয়া হবে ৷ তখনই শহরবাসীকে মিষ্টিমুখ করানো হবে ৷
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details