Avalanche in Gulmarg: গুলমার্গে তুষার ধস, মৃত 2 বিদেশি পর্যটক - গুলমার্গে তুষারধস
তুষার ধসের জেরে মৃত্যু হল দুই পোলিশ পর্যটকের ৷ পুলিশ জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের স্কি রিসর্ট গুলমার্গের উপরের অংশে তুষার ধসের ফলেই মৃত্যু হয় এই দুই পর্যটকের (Tourists Died due to Avalanche in Gulmarg)৷ তুষার ঝড়ের সময় স্কিয়ার, বিদেশি ও স্থানীয়রা সকলেই ঢালে ছিল ৷ অন্তত 19 জন বিদেশিকে এখনও পর্যন্ত সফলভাবে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷
দুই পোলিশ নাগরিকের দেহ উদ্ধার করে মেডিকো আইনি প্রক্রিয়ার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ৷ বারামুল্লা জেলার পর্যটন শহরগুলিতে এখনও উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশের দল ৷ যদিও নিখোঁজদের সংখ্যা এখনও জানা যায়নি ৷ গুলমার্গের বিখ্যাত স্কি রিসর্ট আফারওয়াত চূড়ায় তুষার ঝড় শুরু হয় ৷ এই ঘটনায় অন্যান্য সংস্থার পাশাপাশি বারামুল্লা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে ৷ কিছু স্কাইয়ার আটকে পড়েছেন বলে জানা গিয়েছে ৷
ঘটনার পরপরই বারামুল্লা জেলা পুলিশের এক মুখপাত্র টুইটারে জানান যে, আরও বিশদ বিবরণ পরে দেওয়া হবে ৷ তুষারঝড়ের এই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, জীবন বাঁচানোর জন্য পর্যটকরা দৌড়চ্ছেন ৷ আৎ এই ভিডিয়োয় সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়েছে ৷