পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Ganja Seized: বেসরকারি বাস থেকে উদ্ধার 18 কেজি গাঁজা - বেসরকারি বাস থেকে উদ্ধার 18 কেজি গাঁজা

By

Published : Nov 26, 2022, 1:38 PM IST

Updated : Feb 3, 2023, 8:33 PM IST

লক্ষাধিক টাকার গাজা উদ্ধার আলিপুরদুয়ার-জলপাইগুড়ি রুটের একটি বাস থেকে (Ganja Seized From a private Bus)৷ গোপনসূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে বানারহাট থানার ট্রাফিক পুলিশ গয়েরকাটা আমাডিপা এলাকায় একটি বেসরকারি বাস আটক করে তল্লাশি চালায়। বাসের সিটের নীচ থেকে উদ্ধার হয় 18কেজি গাঁজা ৷ খবর পেয়েই ঘটনাস্থলে যায় জলপাইগুড়ি থানার পুলিশ ৷ ঘটনাস্থল থেকে বাসের কন্ডাক্টার ও এক ব্যক্তিকে আটক করলেও, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details