পশ্চিমবঙ্গ

west bengal

বেলুড় মঠে পালিত হচ্ছে স্বামীজির 161তম জন্ম দবিস

ETV Bharat / videos

সেজে উঠেছে বেলুড় মঠ, বিবেকান্দের 161তম জন্মবাষিকী পালন সাড়ম্বরে - বেলুড় মঠ

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2024, 12:35 PM IST

Birth Anniversary of Swami Vivekananda: আজ স্বামী বিবেকান্দের 161তম জন্মদিন ৷ শুক্রবার ভোর সাড়ে পাঁচটা থেকে মঙ্গলারতির মধ্যে দিয়ে জন্মদিনের অনুষ্ঠান শুরু হয় বেলুড় মঠে ৷ এছাড়াও বেলুড় রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বেলুড় মঠে ।

এদিন সকাল থেকে বেলুড় মঠে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো । স্থানীয় স্কুলগুলির পক্ষ থেকে পডুয়া ও শিক্ষকদের নিয়ে বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করা হয়েছিল ৷ প্রতি বছরের মতো এই বছরও স্বামীজির জন্ম বার্ষিকী উপলক্ষ্যে দুর-দুরন্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা আসতে শুরু করেছেন বেলুড় মঠে। ভক্তদেরও আজ প্রসাদ বিরতরণ করে মঠ কর্তৃপক্ষ।
বেলুড় মঠে পালিত হচ্ছে 40 তম যুব দিবস ৷ দেশজুড়ে পালিত হচ্ছে আর্ন্তজাতিক যুব দিবস ৷ বেলুড় মঠের নিজস্ব ইউটিউব চ্যানেল মারফত এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে । মঠের মূল মন্দির সংলগ্ন মাঠে মঞ্চ করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । সারা দিন ধরে সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে আজ। বিদ্যামন্দিরের বিবেকানন্দ সভাগৃহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে সারদাপীঠ ।

ABOUT THE AUTHOR

...view details