Fisherman Finally Return: আইনি জটিলতা কাটিয়ে দেশে ফিরলেন 135জন মৎস্যজীবী - কাটল আইনী জটিলতা
প্রায় 3 মাসের জটিলতা কাটিয়ে দেশে ফিরলেন 135 জন মৎস্যজীবী(Fisherman Finally Return to India) ৷ চলতি বছরের গত 25 জুন শনিবার গভীর সমুদ্রে মাছ ধরে গিয়ে প্রাকৃতিক দুর্যোগে মধ্যে পড়ে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের 8টি ট্রেলার ৷ যেখানে ছিলেন 135জন মৎস্যজীবী ৷ প্রাকৃতিক দুর্যোগের কারণে তাঁরা ভারতের জলসীমা অতিক্রম করায় বিপত্তি বাধে ৷ তখনই বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক ভারতীয় মৎস্যজীবী ও ট্রলার। অবশেষে ৩ মাস পর আইনি জটিলতা কাটিয়ে কাকদ্বীপে পরিবারের কাছে ফিরতে পেরে খুশি মৎস্যজীবীরা।
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST