পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Old dies in Monkey Bite : বাঁদরের কামড়ে মৃত্যু বৃদ্ধের, ধরতে পাতা হল ফাঁদ - বাঁদরের কামড়ে মৃত্যু বৃদ্ধের, তাকে ধরতে ঘুম ছুটেছে বনদফতরের

By

Published : Apr 7, 2022, 3:35 PM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

বাঁদরের কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধের (Old man dies in monkey bite at Bankura) । ঘটনাটি বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত লালপুর গ্রামের ৷ সকালে বৃদ্ধ রুটি কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে একটি দোকানে আসেন ৷ সেখানেই ঝগড়ারত দু‘টি বাঁদরের একটি বাঁদর আচমকাই নেমে এসে কামড় বসায় বৃদ্ধের পায়ে । তড়িঘড়ি স্থানীয় গঙ্গাজলঘাটি থানা এবং বন দফতরে খবর দেওয়া হলে ছুটে আসে তারা । আহত ব্যক্তির পায়ে প্রচণ্ড রক্তপাত হওয়ায় তাঁকে অমর কানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই ব্যক্তির নাম কানাইলাল কুণ্ডু (82) ৷ বাড়ি গঙ্গাজলঘাটি থানার লালপুর গ্রামে । পরবর্তীতে মৃত ব্যক্তির দেহ গঙ্গাজলঘাটি থানায় নিয়ে আসা হলে পুলিশ সেই দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় । বাঁদরটিকে ফাঁদ পেতে ধরার জন্য তোড়জোড় শুরু করেছে বন দফতর ।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details