BJP Calls Bengal Strike : বিজেপির ডাকা বনধের প্রভাব নেই শিল্পশহর দুর্গাপুরে - বিজেপির ডাকা বনধের প্রভাব নেই দুর্গাপুরে
পৌরভোটে সন্ত্রাসের অভিযোগে সোমবার বিজেপির ডাকা বাংলা বনধের (BJP Calls Bengal Strike) প্রভাব পড়ল না দুর্গাপুর শিল্পাঞ্চলে ৷ এদিন সকালে এই ছবি ধরা পড়েছে দুর্গাপুর মহকুমার কাঁকসা থেকে অন্ডাল সমস্ত ব্লকে ৷ জনজীবন প্রায় স্বাভাবিক ৷ খুলেছে দোকান বাজার ৷ চলছে বেসরকারি ও সরকারি বাস । দুর্গাপুর ইস্পাত কারখানা-সহ অন্যান্য কারখানা, অফিসে কর্মীদের হাজিরা স্বাভাবিক ৷ এই একই ছবি দেখা গিয়েছে অন্ডাল,পান্ডবেশ্বর ও লাউদোহাতে কয়লা খনিগুলিতে । শ্রমিকরা আর পাঁচটা দিনের মতোই কাজে যোগ দিয়েছেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST