Student Returns from Ukraine : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে আতঙ্ক নিয়ে ফিরলেন ডাক্তারি পড়ুয়া নাজিউর - Murshidabad Resident Medical Student Naziur Rahman Returns from Ukraine
চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে ইউক্রেন পাড়ি দিয়েছিলেন মুর্শিদাবাদের ভরতপুর থানার মাসুন্দি গ্রামের বাসিন্দা নাজিউর রহমান (Murshidabad Resident Medical Student Naziur Rahman Returns from Ukraine) ৷ কিন্তু, দেশে ফিরলেন গোলা-বারুদ এবং ধ্বংসের আতঙ্ক নিয়ে ৷ নাজিউর রহমান গত বুধবার তাঁর গ্রামে ফিরেছেন ৷ ছেলে বাড়িতে ফেরায় স্বস্তিতে পরিবার ৷ কিন্তু, দীর্ঘ কয়েকদিন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে কাটানোর বিভীষিকাময় স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে তাঁকে ৷ ইটিভি ভারতের কাছে সেই আতঙ্কের মুহূর্তগুলির কথা জানালেন নাজিউর ৷
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST
TAGGED:
Student Returns from Ukraine