Bengal Civic Polls 2022 : "ক্ষমতা থাকলে ইভিএম ভেঙে দেখাক", অর্জুন সিংকে পাল্টা হুঙ্কার জ্যোতিপ্রিয়র - Minister Jyotipriya Mallick challenges Arjun Singh
ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে এবার জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Minister Jyotipriya Mallick challenges BJP MP Arjun Singh) । অর্জুন সিংয়ের ইভিএম ভেঙে দেওয়ার হুমকির প্রত্য়ুত্তর দিলেন তিনি । বৃহস্পতিবার তৃণমূল প্রার্থী দেবব্রত পালের সমর্থনে বারাসতে একটি নির্বাচনী প্রচারে যোগ দেন বনমন্ত্রী । সেখানে অর্জুন সিংয়ের দিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, "ক্ষমতা থাকলে ও ইভিএম ভেঙে দেখাক ! মুখে শুধু বড় বড় কথা । অর্জুন সিং যদি ইভিএম ভেঙে দেখাতে পারে, তাহলে ওকে শ্রীঘরে ঢোকানোর দায়িত্ব আমার । এটা চ্যালেঞ্জ নিয়ে বলছি ।"
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST