পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Iskcon Holi Gathering: দোলে লক্ষাধিক ভক্তের ঢল মায়াপুরের ইসকন মন্দিরে

By

Published : Mar 18, 2022, 12:02 PM IST

Updated : Feb 3, 2023, 8:20 PM IST

শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে শুক্রবার সকাল থেকেই লক্ষাধিক ভক্তের সমাগমে মেতে উঠেছে নদিয়ার মায়াপুরে ইসকন মন্দির (Iscon Holi Gathering)। শ্রী চৈতন্যদেবের জীবনবাণী এবং আদর্শ বিভিন্ন ভাষায় পাঠ করা হচ্ছে। মঙ্গল আরতিও চলবে দফায় দফায়। গত দু'বছর করোনা সংক্রমণের কারণে অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছিল মায়াপুর ইসকন মন্দিরের তরফে। করোনা কিছুটা কমার কারণে এবছর সাড়ম্বরে পালিত হচ্ছে মায়াপুরের ইসকন মন্দিরে হোলি উৎসব। সকাল থেকেই দেশ-বিদেশের হাজার হাজার ভক্তরা প্রবেশ করছেন মন্দিরে। এই দিনটিতে চারটি মঞ্চ তৈরি করে মহাপ্রভুর অভিষেক ঘটানো হবে। মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, "সারাদিন দফায় দফায় মহাপ্রভুর বিভিন্ন অনুষ্ঠান চলবে গোটা ইসকন মন্দির জুড়ে।"
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details