পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Kaliaganj municipality : কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান ও কাউন্সিলররা কোনও সরকারি ভাতা নেবেন না - will not take any government allowance

By

Published : Apr 9, 2022, 5:30 PM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

উত্তর দিনাজপুর জেলার 17টি আসন বিশিষ্ট কালিয়াগঞ্জ পৌরসভা নির্বাচনে শাসকদল তৃণমূল-কংগ্রেস 10টি আসনে জয়ী হয়ে এককভাবে বোর্ড গঠন করে। কালিয়াগঞ্জ পৌরসভার পৌরবোর্ড গঠনের পরে শনিবার প্রথম বোর্ডের মিটিং হয়। বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন পৌরপ্রধান রামনিবাস সাহা, উপ পৌরপ্রধান ঈশ্বর রজক, পৌর নির্বাহীক আধিকারিক বিকাশ রায়-সহ 17জন কাউন্সিলর। পাশাপাশি বিজেপির 6 কাউন্সিলর লিখিত ভাবে জানিয়ে দেন, তাঁরা সরকারি কোনও ভাতা নেবেন না (will not take any government allowance)। এই আবেদনে সাড়া দিয়ে পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা জানান, তিনি নিজেও সরকারি ভাতা নেবেন না ৷ এছাড়াও বাকি কাউন্সিলরদেরও আবেদন জানান, কালিয়াগঞ্জ ছোট শহর, উন্নয়নের স্বার্থে তাঁরাও যেন ভাতা না নেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details