digital beggar accepts UPI payments: নগদে সমস্যা, তাই অনলাইন পেমেন্ট নেন ডিজিটাল ভিখারি - ডিজিটাল ভিখারি
বিহারের (digital India) বেতিয়া রেলস্টেশনের ধারে দেখা মিলল সম্ভবত দেশের প্রথম ডিজিটাল ভিখারির (digital beggar accepts UPI payments) ৷ গলায় ঝোলানো কিউআর কোডের প্ল্যাকার্ড ঝোলানো ৷ হাতে ডিজিটাল ট্যাবলেট ৷ নাম রাজু প্যাটেল (digital beggar who accepts UPI payments) ৷ আজকাল অনেকের কাছে ভিক্ষা দেওয়ার জন্য নগদ থাকে না ৷ সেই কারণে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে অনলাইন পেমেন্টের মাধ্যমেই ভিক্ষা নেন তিনি ৷ ডিজিটাল মাধ্যমে ভিক্ষা দিতে সুবিধে হচ্ছে বলে জানালেন স্থানীয় মানুষজনও ৷
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST