Mamata to Visit Bagtui : আসছেন মুখ্যমন্ত্রী, আট জনের মৃত্যুর পর কড়া নিরাপত্তা বগটুইয়ে - Mamata to Visit Bagtui
আজ আর কিছুক্ষণের মধ্যে রামপুরহাটের বগটুই গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee to Visit Bagtui Village Today) । গ্রামবাসী ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি ৷ পরে সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হওয়ারও কথা রয়েছে তাঁর ৷ বগটুই গণহত্যা কাণ্ডে বাড়িতে আগুন লাগিয়ে 8 জনকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে ৷ ঘটনার তদন্ত করছে সিট ৷ মুখ্যমন্ত্রীর এদিনের সফরকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বগটুইকে ৷ এলাকায় পৌঁছে গিয়েছেন পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তরা ৷ বৃহস্পতিবারই এখানে আসার কথা বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ৷
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST
TAGGED:
Mamata to Visit Bagtui