CM On Anish Khan Death : আনিশ আমাদেরই ছেলে, ওর মৃত্যুর নিরপেক্ষ তদন্ত হবে: মুখ্যমন্ত্রী - আনিশ আমাদেরই ছেলে, ওর মৃত্যুর নিরপেক্ষ তদন্ত হবে, মুখ্যমন্ত্রী
সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছে পরিবার ৷ এরইমধ্যে সোমবার হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিশ খান হত্যাকাণ্ডের তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 40 ঘণ্টা পর ছাত্রনেতা হত্যার ঘটনায় মুখ খুলেছেন তিনি ৷ আনিশ খানের মৃত্যুকে 'দুর্ভাগ্যজনক' আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, মৃত আনিশ খানের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগাযোগ ছিল। সে তৃণমূলের হয়ে নির্বাচনের কাজও করেছে। মুখ্যমন্ত্রী বলেন, আনিশের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত হবে (Mamata Banerjee assures fair investigation in Anish Khan death case)। ইতিমধ্যেই তিনি ডিজিকে এই সংক্রান্ত নির্দেশ দিয়েছেন বলে দাবি মুখ্যমন্ত্রীর। পাশাপাশি বামেদের ছাত্র সংগঠনকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যারা এখন টেলিভিশন দর্শনধারী হয়েছেন তারা জানেনও না আনিশ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখত।
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST
TAGGED:
CM On Anish Khan Death