পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Leopard found dead at banarhat : বানারহাটে রাস্তার উপর চিতাবাঘের দেহ, গাড়ির ধাক্কায় মৃত্যু বলে অনুমান - leopard found dead at banarhat in jalpaiguri

By

Published : Apr 8, 2022, 11:25 AM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

বানারহাট ব্লকের তোতাপাড়া এবং জ্বালাপাড়া মধ্যবর্তী রাস্তার রাস্তার ওপর থেকে একটি চিতাবাঘের দেহ উদ্ধার হল (Leopard found dead at Banarhat) ৷ শুক্রবার সকালে স্থানীয়রাই চিতাবাঘটির দেহ দেখতে পান। এদিন প্রাতঃভ্রমনে বেরিয়ে রাস্তার ওপর চিতাবাঘের দেহ দেখতে পেয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন । এরপর খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় । প্রাথমিক ভাবে অনুমান, বেপোরোয়া কোনও গাড়ির ধাক্কায় চিতাবাঘটির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷ বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই পুরুষ চিতাবাঘটির বয়স আনুমানিক 3 বছর ৷ অনুমান তোতাপাড়া জঙ্গল থেকে বেরিয়েছিল। রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details