পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Khela Hobe Book Record Sell : কলকাতা বইমেলায় রেকর্ড বিক্রি মুখ্যমন্ত্রীর লেখা 'খেলা হবে' - record selling of khela hobe book

By

Published : Mar 13, 2022, 7:57 PM IST

Updated : Feb 3, 2023, 8:19 PM IST

'খেলা হবে' এবং 'দুয়ারে সরকার' ৷ এই দু‘টি জিনিস গত বিধানসভা ভোটে বৈতরণী পার করতে অনেকটাই সাহায্য করেছিল তৃণমূলকে । আর এই দু‘টি বিষয় নিয়েই বই লিখে সাড়া ফেললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Khela Hobe Book Record Sell)। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় (Kolkata International Book Fair 2022) তাঁর লেখা 12টি বই প্রকাশিত হয়েছে । তবে তার মধ্যে বিক্রির দিক থেকে হিট 'খেলা হবে' (Record Selling of Mamata Banerjees Khela Hobe Book) ৷ 'খেলা হবে' - স্লোগানকে হাতিয়ার করেই বইটি লিখেছেন মুখ্যমন্ত্রী । জাগো বাংলা স্টলের তরফে জানানো হয়েছে, এই বই প্রতিদিন গড়ে প্রায় 200টি করে বিক্রি হয়েছে । লেখিকার অন্য বইয়ের তুলনায় এই বইটির চাহিদা অনেক বেশি । তবে প্রথম স্থানে 'খেলা হবে' থাকলে, দ্বিতীয় স্থানে রয়েছে 'দুয়ারে সরকার' বই । তৃণমূল নেত্রীর লেখা এই বইটিও সমান জনপ্রিয় জাগো বাংলা স্টলে । নেত্রী সবসময়ই বেস্ট সেলার, বলছেন তৃণমূল সাংসদ দোলা সেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details