পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

New Chairman Of Old Malda : পুরাতন মালদা পৌরসভায় চেয়ারম্যান হিসাবে শপথ কার্তিক ঘোষ - Kartik Ghosh Takes Oath as Old Malda Chairman

By

Published : Mar 31, 2022, 12:35 PM IST

Updated : Feb 3, 2023, 8:21 PM IST

বুধবার পুরাতন মালদা পৌরসভার কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। চেয়ারম্যান পদে শপথ নিলেন কার্তিক ঘোষ ও ভাইস চেয়ারম্যান পদে সফিকুল ইসলাম (Kartik Ghosh Takes Oath as Old Malda Chairman) ৷ কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান মহকুমা শাসক (সদর) সুরেশচন্দ্র রানো। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন-সহ একাধিক বিধায়ক। পৌরসভার কনফারেন্স হলে প্রথমে তৃণমূলের 17 জনের সঙ্গে বিজেপির দু’জন এবং একজন নির্দলকেও শপথবাক্য পাঠ করান মহকুমা শাসক। চেয়ারম্যানের শপথ নিয়ে কার্তিক ঘোষ বলেন,“নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শতাব্দী প্রাচীন এই পৌরসভার দায়িত্ব আমাকে দিয়েছেন। তাঁর আদর্শকে সামনে রেখেই আগামীতে পৌর এলাকার অনেক না হওয়া কাজ শেষ করব।”
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details