BMC Election 2022 : জয়প্রকাশ-সব্যসাচীর কোলাকুলি নিয়ে জল্পনা তুঙ্গে - Joy Prakash Majumdar hugs Sabyasachi Dutt outside voting booth in Saltlake
বিধাননগর পৌরনিগমের 31 নম্বর ওয়ার্ডের ভগবতী দেবী বালিকা বিদ্যালয়ে ভোট দিতে আসেন বহিষ্কৃত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার (Bidhannagar Municipal Election 2022) । ভোট দিয়ে বেরোনোর পর তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্তের সঙ্গে আলাপচারিতার পর তাঁদের কোলাকুলি করতে দেখা যায় । তারপর বিজেপি প্রার্থী দেবাশিস জানার সঙ্গে সৌজন্য বিনিময় করেন জয়প্রকাশ । ভোট দেওয়ার পর বহিষ্কৃত বিজেপি নেতা ও তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্তের কোলাকুলির পর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিকমহলে ৷
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST