পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Bengal Civic Polls 2022 : চার বছর পর জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে পৌরভোট, উন্নয়ন চেয়ে ভোট মানুষের - পশ্চিম মেদিনীপুরে 7 টি পৌরসভা

By

Published : Feb 27, 2022, 4:21 PM IST

Updated : Feb 3, 2023, 8:18 PM IST

জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে 7 টি পৌরসভায় শুরু হল পৌরভোট । সকাল থেকে দীর্ঘ লাইন বুথে বুথে । ভোটাররা জানালেন ভোট দিতে পেরে তাঁরা খুশি । মেদিনীপুরের বিভিন্ন জায়গায়, 14 নং ওয়ার্ডে, বিশেষত মেদিনীপুর পৌরসভা, খড়্গপুর পৌরসভা এবং অন্যদিকে ঘাটাল ডিভিশনে ঘাটাল, খড়ার রামজীবনপুর, চন্দ্রকোনা ও ক্ষীরপাই পৌরসভায় ভোটারদের লাইন চোখে পড়ল । দীর্ঘ চার বছর পর ভোট হচ্ছে পশ্চিম জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে । মোট ভোটার 4 লক্ষ 89 হাজার 235 জন, যার মধ্যে পুরুষ 2 লক্ষ 39 হাজার 197 জন, মহিলা 2 লক্ষ 50 হাজার 17 জন, তৃতীয় লিঙ্গ 21 জন । 7টি পৌরসভার 120টি ওয়ার্ডে মোট বুথের সংখ্যা 598 । প্রতি বুথে রয়েছেন চারজন ভোট কর্মী ৷ প্রতি বুথে চলছে সিসিটিভি নজরদারি (Jangalmahal Paschim Medinipur Civic Poll under CCTV surveillance) ৷
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details