কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে ফ্রন্ট লাইন ফাইটারদের কুর্নিশ অ্যামেরিকান সেনার - কোরোনার বিরুদ্ধে অ্যামেরিকা
কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে ফ্রন্ট লাইন ফাইটারদের কুর্নিশ । কোরোনা বিধ্বস্ত অ্যামেরিকায় দেশবাসীর মনোবল বাড়াতে এবং কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে থাকা চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে ফ্লাই পাস্ট করল US এয়ারফোর্স থান্ডারবার্ডস ও US নৌসেনার ব্লু এঞ্জেলস বিমান । ডিব্রুগড় থেকে কচ্ছ ও শ্রীনগর থেকে ত্রিবান্দ্রম পর্যন্ত ফ্লাইপাস্ট করল বায়ু সেনা । অ্যামেরিকার বায়ুসেনার যুদ্ধবিমান F-১৬C/D ফাইটিং ফ্যালকন, F/A-১৮C/D হর্নেট এয়ারক্রাফট অংশ নিয়েছে ফ্লাই পাস্টে । শনিবার বালটিমোরের আকাশে ফ্লাই পাস্টের পর ট্রেন্টন, নিউ জার্সি ও ফিলাডেলফিলাতেও ফ্লাই পাস্ট করে অ্যামেরিকান সেনা ।