"ঘরের মেয়ে" কমলা হ্যারিসের জয়ের জন্য প্রার্থনা তামিলনাড়ুর গ্রামে - কমলা থুলাসেন্দ্রাপুরমের ঘরের মেয়ে
অ্যামেরিকায় চলছে ভোট গণনা । হাড্ডাহাড্ডি লড়াই চলছে ডোনাল্ড ট্রাম্প ও জো বিডেনের মধ্যে । আর ডেমোক্র্যাটদের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের জয়ের জন্য তামিলনাড়ুর গ্রামে চলছে প্রার্থনা । তামিলনাড়ুর এই গ্রামেই থাকতেন কমলার পরিবার। কমলার মা শ্যামলা গোপালন ও তাঁর পরিবারের সদস্যরা ছিলেন এই গ্রামেই । সেই সূত্র ধরেই কমলা থুলাসেন্দ্রাপুরমের ঘরের মেয়ে । তাঁর জয় কামনা করে মন্দিরে যজ্ঞ করা হয় । সেই প্রার্থনায় অংশ নেন গ্রামের অনেকেই ।