পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কোন দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা কত ? - ভারতে কোরোনা আক্রান্ত

By

Published : Nov 17, 2020, 12:40 PM IST

কোরোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে । এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5 কোটি 53 লাখ 49 হাজার 529 । মৃত্যু হয়েছে 13 লাখ 32 হাজার 328 জনের । দৈনিক সংক্রমণের নিরিখে ভারতের স্থান দ্বিতীয় । ভারতে এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছে 88 লাখ 74 হাজার 290 জন । মৃত্যু হয়েছে 1 লাখ 30 হাজার 519 জন । প্রথম স্থানে রয়েছে অ্যামেরিকা ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজ়িল । অ্যামেরিকায় সংক্রমিত হয়েছেন 1 কোটি 15 লাখ 38 হাজার 57 জন । ব্রাজ়িলে মোট সংক্রমিতের সংখ্যা 58 লাখ 63 হাজার 93 জন । কোন দেশে কত আক্রান্ত দেখে নিন এক নজরে...

ABOUT THE AUTHOR

...view details