Bengal Civic Polls 2022 : সোনামুখীতে নির্দল প্রার্থীকে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর অভিযোগ - Independent candidate allegedly threatened with firearms in Sonamukhi Bankura
বাঁকুড়ার সোনামুখী পৌরসভার 15নং ওয়ার্ডের নির্দল প্রার্থীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ (Independent candidate allegedly threatened with firearms in Sonamukhi) ৷ নির্দল প্রার্থী শুভ্রা রায় অভিযোগ করেছেন তিনি তাঁর এজেন্টকে নিয়ে বুথে যাচ্ছিলেন ৷ সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের পথ আটকায় ৷ সেই সঙ্গে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ফিরে যেতে হুমকি দেয় বলে অভিযোগ করেছেন তিনি ৷ যদিও তৃণমূল প্রার্থী বাবলি গোস্বামী সব অভিযোগ অস্বীকার করেছেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST
TAGGED:
Bengal Civic Polls 2022