Honeycomb Siliguri : সেলুনের আড়ালে দেহব্যবসা, গ্রাহক সেজে পর্দাফাস পুলিশের - Unisex Salon
ইউনিসেক্স সেলুনের (Unisex Salon) আড়ালে মধুচক্র (Honeycomb) তথা দেহ ব্যবসার ফাঁদ ৷ গ্রাহক সেজে সেলুনে হানা পুলিশের। ভিতরে ঢুকতেই মধুচক্রের পর্দাফাস করল পুলিশ। গোপনসূত্রে খবর পেয়ে বুধবার রাতে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ও মাটিগাড়া থানার পুলিশ। অভিযানে ওই সেলুনে দুই নারী-সহ মোট তিনজনকে গ্রেফতার করে পুলিশ। বহুদিন ধরেই শহরের বিভিন্ন শপিং মল বা বহুতলে স্পা বা ইউনিসেক্স সেলুনের নামে দেহ ব্যবসা বা মধুচক্রের ফাঁদ পেতেছে এক আসাধু চক্র। এর আগে টানা অভিযান চালালেও কোন লাভ হয়নি। এ ঘটনায় এসিপি (Assistant Commissioner of Police) মনীশকুমার যাদব জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। শহর জুড়ে এ অভিযান লাগাতার চালানো হবে।
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST