Hijab Controversy in Suti School : হিজাব পরে স্কুলে আসতে নিষেধ প্রধান শিক্ষকের, সুতিতে বিক্ষোভ অভিভাবকদের - হিজাব পরে স্কুলে আসতে নিষেধ প্রধান শিক্ষকের, সুতিতে বিক্ষোভ অভিভাবকদের
কর্নাটকের হিজাব বিতর্কের রেশ এবার এরাজ্যেও ৷ মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত বহুতালী হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি স্কুলের ছাত্রীদের হিজাব পরে বা মাথায় ওড়না দিয়ে ঢুকতে নিষেধ করেছেন (hijab controversy in Suti school) ৷ এমনকি নির্দেশ অমান্য করলে স্কুলের খাতা থেকে ছাত্রীদের নাম কাটিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন দীনবন্ধু মিত্র নামে ওই প্রধান শিক্ষক ৷ এই খবর জানাজানি হতেই শনিবার স্কুলে বিক্ষোভ দেখান পড়ুয়া, অভিভাবক ও এলাকাবাসীরা ৷ খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে স্কুলে যায় সুতি থানার পুলিশ ৷
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST