পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Groundwater Recharge Project: বর্ষাকালে জমা জল নিষ্কাশন এবং ভূগর্ভে জলের পুর্নপ্রবেশ প্রকল্পের সূচনা - Groundwater Recharge Project

By

Published : Apr 8, 2022, 11:38 AM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

বর্ষাকালে ক্লাসরুমে ঢুকে যায় জল ৷ ফলে বন্ধ রাখতে হয় পঠন-পাঠন। এমনকি আশ্রমের মধ্যে চাষের জমিও জলমগ্ন হয়ে যাওয়ায় ফসল নষ্ট হয়ে যায়। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন চত্বরে এই জমা জলের সমস্য়া দীর্ঘদিনের (Narendrapur Ramakrishna Mission Water Accumulation Problem) ৷ এই সমস্য়ার কথা মাথায় রেখে মিশন কর্তৃপক্ষ রাজ্যের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের সঙ্গে যোগাযোগ করে। এরপর দফতরের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা আশ্রম পরিদর্শন করেন। আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নেওয়া হয় একটি প্রকল্পের পরিকল্পনা। এদিন আশ্রম প্রাঙ্গনে বর্ষাকালে জমা জল নিষ্কাশন এবং ভূগর্ভে জলের পুর্নপ্রবেশ প্রকল্পের সূচনা হল। এই প্রকল্পের মাধ্যমে বর্ষাকালে জমা জল থেকে রেহাই মিলবে ৷ অন্যদিকে রাজ্য সরকারের জল ধরো জল ভরো প্রকল্পের সঙ্গে সাযুজ্য রেখে ভূগর্ভে জলস্তর বৃদ্ধি পাবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দফতরের মন্ত্রী ডা:‌ মানস ভূঁইয়া, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিধায়ক ফিরদৌসি বেগম, জেলাশাসক পি উলগানাথন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সর্বলোকানন্দজী মহারাজ-সহ বিশিষ্টরা।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details