Old Woman Killed : ঠাকুমাকে আছড়ে মেরে ফেলার অভিযোগ উঠল নাতজামাইয়ের বিরুদ্ধে - granddaughter in law killed grand mother
ঠাকুমাকে আছড়ে মেরে ফেলার অভিযোগ উঠল নাতজামাইয়ের বিরুদ্ধে (granddaughter in law killed grand mother) । এমন অমানবিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দাস ব্লকের মঙ্গলপুর অঞ্চলের বেহার গ্রামে। মৃত বৃদ্ধার নাম উমা মাঝি, বয়স 60 বছর । স্থানীয় সূত্রে খবর, গতকাল উমা মাঝি শারীরিকভাবে বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন, সেই সময় বৃদ্ধাকে সুস্থ করার চেষ্টা করছিলেন পরিবারের সদস্যরা। তখন খবর পেয়ে বাড়িতে আসে বৃদ্ধার নাতজামাই, তার নাম রাজ পোড়েল । পরিবারের অভিযোগ, তখন ওই নাতজামাই বৃদ্ধাকে তুলে নিয়ে যায় বাড়ির পাশে একটি ঠাকুর মন্দিরে। সেখানে তুলে আছাড় মারে ৷ পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। বৃদ্ধাকে বাড়িতে নিয়ে এলে সেখানেই মৃত্যু হয় তাঁর । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ নাতজামাইকে আটক করেছে পুলিশ।
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST
TAGGED:
Old Woman Killed