Tanusree Chakraborty on Antardhaan : অভিনয় থেকে রাজনীতি, 'অন্তর্ধান' মুক্তির আগে অকপট তনুশ্রী - Upcoming Bengali Movie Antardhaan
10 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে অরিন্দম ভট্টাচার্য পরিচালিত বাংলা থ্রিলার 'অন্তর্ধান' (Upcoming Bengali Movie Antardhaan)। ছবিতে পরমব্রতর সঙ্গে জুটি বেঁধেছেন তনুশ্রী চক্রবর্তী (Bengali Actress Tanusree Chakraborty) । সম্প্রতি রাজনীতি থেকে সরে গিয়েছেন ৷ মনে করেন, অভিনয় আর রাজনীতি দু'টো একসঙ্গে করা যায় না । অভিনয় থেকে রাজনীতি, 'অন্তর্ধান' মুক্তির আগে ইটিভি ভারতের মুখোমুখি খোলামেলা আলাপচারিতায় বসলেন তনুশ্রী ৷