পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

HS Admit Card Issue in Dinhata : অ্যাডমিট না আসায় দিনহাটার ৪ ছাত্রের উচ্চমাধ্যমিকে বসা অনিশ্চিত - HS Admit Card Issue in Dinhata

By

Published : Mar 30, 2022, 1:54 PM IST

Updated : Feb 3, 2023, 8:21 PM IST

দিনহাটার সাহেবগঞ্জ উচ্চবিদ্যালয়ের 4 উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড আসেনি (Four HS Students from Dinhata Did Not Get Their Admit Card) ৷ যার জেরে পরীক্ষায় বসা অনিশ্চিত হয়ে গিয়েছে ওই 4 ছাত্রের ৷ এ নিয়ে পড়ুয়ারা জানিয়েছে, স্কুল থেকে নাকি তাঁদের ফর্ম ফিলাপের কথা জানানো হয়নি ৷ যদিও, ওই 4 ছাত্রের অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক ননীগোপাল বর্মন ৷ তিনি বলেন, দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা যখন টেস্ট পরীক্ষা দিতে এসেছিল ৷ সেই সময় তাঁদের ফর্ম ফিলাপ করানো হয়েছিল ৷ ওই চার ছাত্রও টেস্ট পরীক্ষা দিয়েছে ৷ সেই সময় প্রত্যেককে উচ্চমাধ্যমিকের অ্যাডমিটের জন্য ফর্ম ফিলাপ করতে বলা হয়েছিল ৷ কিন্তু, ওই ছাত্রদের উদাসীনতার জন্যই, তাঁদের অ্যাডমিট আসেনি ৷ প্রসঙ্গত, 2 এপ্রিল উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ মাঝে মাত্র দু’টো দিন ৷ এর মধ্যে কলকাতায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দফতরে গিয়ে ফর্ম ফিলাপ করা এবং অ্যাডমিট তুলে পরীক্ষা দেওয়া কতটা বাস্তবে সম্ভব তা নিয়ে প্রশ্ন রয়েছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details