পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Leopards in Mathabhanga : মাথাভাঙায় শাবক-সহ 5টি চিতাবাঘ! ফাঁদ পাতল বন দফতর - Leopards in Shivpur Village of Mathabhanga

By

Published : Mar 27, 2022, 2:51 PM IST

Updated : Feb 3, 2023, 8:21 PM IST

মাথাভাঙার শিবপুর গ্রামে শনিবার রাতে চিতাবাঘ ঘুরতে দেখেন স্থানীয়রা (Leopards in Shivpur Village of Mathabhanga) ৷ তাও আবার একটা নয় ৷ একসঙ্গে 5টা চিতাবাঘ ৷ দু’টি পূর্ণবয়স্ক এবং 3টি শাবক ৷ আর তার পর থেকেই চিতাবাঘের আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন গ্রামবাসীরা ৷ সেই চিতাবাঘকে ধরতে রবিবার ওই গ্রামে খাঁচা পাতল বন দফতর (Forest Department has Set up Cage in Shivpur Village to Catch Leopards) ৷ গ্রামবাসীদের অভিযোগ, এর আগে বেশ কয়েকবার শিবপুর ও তার আশেপাশে চিতাবাঘ দেখা গিয়েছিল ৷ সেই সময় বন দফতরকে খবর দেওয়া হলেও, তারা গ্রামবাসীদের কথায় পাত্তা দেয়নি ৷ কিন্তু, শনিবার রাতে গ্রামের বেশ কয়েকটি বাড়িতে চিতাবাঘ ঢোকে ৷ সেখানে পায়ের ছাপ পাওয়া গিয়েছে ৷ রাতেই গ্রামবাসীরা বল্লম ও লাঠি নিয়ে গ্রাম পাহারা দিতে বেরিয়ে পড়েন ৷ তার পরেই বন দফতর চিতাবাঘ ধরতে তৎপরতা দেখাল ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details