পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Student Leader Anish Khan Death : দেড় দিন পর পৌঁছল ফরেন্সিক টিম, বালিশ ফেলে আমতার ঘটনার পুনর্নির্মাণ - Anish Khan

By

Published : Feb 20, 2022, 6:08 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

আনিস খানের মৃত্যুর দেড় দিন পর ঘটনাস্থলে পৌঁছল ফরেন্সিক টিম ৷ আজ হাওড়ার আমতায় আনিসের গ্রামে পুলিশ ঢুকতে গেলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন তাঁরা । উত্তপ্ত পরিবশের মধ্যেই গ্রামে ঢোকে বিশেষজ্ঞ দল ৷ ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে কিছু নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টিম ৷ ঘটনার পুনর্নির্মাণ করা হয় ৷ আনিশের পরিবারের সঙ্গে কথাও বলে ওই দিন রাতে কী হয়েছিল, তা বোঝার চেষ্টা করে ফরেন্সিক টিম । যদিও তদন্তের স্বার্থে মুখে কুলুপ এঁটেছে হাওড়া গ্রামীন পুলিশ । (Forensic Team reaches Anish Khan house in Amta Howrah)
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details