Courtsy Of Rabindranath Ghosh : সৌজন্যে নজির গড়ে বিরোধী ওয়ার্ডে পরিষেবা রবীন্দ্রনাথ ঘোষের - rabindranath ghosh shows courtesy to serve opposition ward in coochbehar
রাজনৈতিক সৌজন্যের নজির কোচবিহারে (Courtsy Of Rabindranath Ghosh)। রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার পুরসভার চেয়ারম্যান হওয়ার পর প্রতিশ্রুতি দিয়েছিলেন সবাইকে নিয়েই কোচবিহার শহরের উন্নয়নের কাজ করবেন । শনিবার সেই দৃশ্যই দেখা গেল শহরে। সিপিএমের দখলে থাকা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা ঘুরে দেখলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ৷ পাশাপাশি সাফাই কর্মীদের নিয়ে একাধিক হাইড্রেন পরিষ্কার করালেন । রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "শহরের উন্নয়নে দল দেখে নয় ,মানুষের স্বার্থে সব কাজ করা হবে ।" পৌরসভার চেয়ারম্যান পদে বসেই প্রথম বোর্ড মিটিংয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিটি ওয়ার্ডে সমান ভাবে কাজ করা হবে । সেই মতো শনিবার কোচবিহার পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলরকে সঙ্গে নিয়ে ওয়ার্ডের নিকাশি ব্যবস্থার কাজ খতিয়ে দেখলেন ৷ চেয়ারম্যানের এই উদ্যোগে খুশি সিপিএম কাউন্সিলর দীপক সরকার । তিনি বলেন, "এটা ভাল উদ্যোগ, উন্নয়নমূলক কাজের জন্য আমরা পাশে থাকব ৷ "