পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Diwali Special Treat : ডায়াবেটিস রোগী অথচ মিষ্টি খেতে ইচ্ছে ? রইল বাদামের হালুয়ার রেসিপি - ETV Bharat Priya

By

Published : Nov 4, 2021, 9:47 PM IST

ছোট প্রচেষ্টা কখনও কখনও অনেক সুবিধা দেয় ৷ বাদামের হালুয়া এমনই একটি রেসিপি যা তৈরি করতে একটু সময় লাগলেও খেতে সুস্বাদু ও স্বাস্থ্যকর ৷ বাদাম এমনিতেই একটি পুষ্টিকর খাবার ৷ যাতে প্রচুর পরিমাণ প্রোটিন, চর্বি, ফাইবার, ম্যাগনেসিয়াম ইত্যাদি থাকে ৷ বাদাম শরীরে রোগ প্রতিরোধে সাহায্য করে ৷ বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য বাদাম খুবই ভাল ৷ শরীরের এই উপকারিতাগুলিই আপনাকে মিষ্টি খাওয়ার বাহানা বাড়িয়ে দেবে ৷ বিশেষ করে উত্তর ভারতে আমন্ড বাদাম হিসেবেই পরিচিত ৷ তাই আমন্ড দিয়ে তৈরি এই ক্লাসিক ভারতীয় পুডিং 'বাদাম কা হালওয়া' নামে পরিচিত ৷ আপনিও এই স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার বাড়িতে বানাতে পারেন ৷ রইল সেই রেসিপি ...

ABOUT THE AUTHOR

...view details