Ganesh Chaturthi Special Recipe : দ্রুত রাভা মোদক বানিয়ে ফেলুন সহজেই - গণেশের প্রিয় মোদক
স্টিমড বা ভাপা মোদকের মতো রাভা মোদক খুব সহজেই দ্রুত বানানো যায় ৷ চালের আটা বা সুজি দিয়ে এই মোদক বানানো হয় ৷ তবে চালের আটা বা সুজি যেটা দিয়ে বানাবেন তা টাটকা হতে হবে ৷ না হলে মোদক বানাতে গিয়ে তা ফেটে যেতে পারে এবং বানানো কঠিন হয়ে পড়তে পারে ৷ সুজি, দুধ, নারকেল কোরা, ঘি, গুড় প্রভৃতি ঘরোয়া উপকরণ দিয়ে রাভা মোদক বানানো যায় অতি সহজেই ৷