Mango Modak Recipe: গজাননকে খুশি করতে বানান ফ্লেভারড ম্যাঙ্গো মোদক - flavoured Modak
মোদক বিনায়কের ভীষণ পছন্দের ৷ তবে 10 দিনের পুজোয় মোদকেও থাকুক রকমফের(Mango Modak Recipe)৷ প্রতিদিন এক এক ফ্লেভারের মোদকে মন ভরিয়ে তুলুন পার্বতী পুত্রের(Flavoured Modak)৷ চিন্তা করবেন না, প্রতিদিন আলাদা আলাদা মোদক বানানোর উপায় ও রেসিপি দিচ্ছে ইটিভি ভারত ৷ আপনার এবারের গণেশ চতুর্থী হয়ে উঠুক রকমারি মোদকময় ৷ আজ আপনার জন্য রইল ম্যাঙ্গো ফ্লেভারড মোদক রেসিপি(Ganesh Chaturthi Special Mango Modak Recipe)৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST