Ghewar Recipe: দীপাবলিতে স্বাদ বদলে বাড়িতে ট্রাই করুন রাজস্থানী মিষ্টি, রইল রেসিপি - home made Ghewar Recipe
ঘেওয়ার হল একটি রাজস্থানী জনপ্রিয় সুস্বাদু মিষ্টি(Diwali Special Sweet Ghewar Recipe)৷ যা তিজ উৎসবের সময় বানানো হয়ে থাকে ৷ এটি গোলাকৃতির একটি মিষ্টি যা ঘি ও ময়দা দিয়ে তৈরি করা হয় ৷ এরপর চিনির রসে ভিজিয়ে একটি প্লেটে তুলে খোয়া ক্ষীর ও কাজুবাদাম, আমন্ডস দিয়ে সাজিয়ে পরিবেশন করা হয় ৷ এবার দীপাবলি বা ভাইফোঁটায় আপনিও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই রাজস্থানী মিষ্টি(Ghewar Recipe)৷ উৎসব জমে উঠুক বাংলা ও রাজস্থানের মিশ্রণে ৷ রেসিপি দিচ্ছে ইটিভি ভারত ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST