Fire Breaks Out At Red Light Area: মাটিয়ার যৌনপল্লিতে আগুন, আহত 3 যৌনকর্মী - fire breaks out red light area injured three at matia
উত্তর 24 পরগনার বসিরহাটের মাটিয়ার যৌনপল্লিতে বুধবার বিকেলে আগুন লাগে (Fire Breaks Out At Red Light Area)। আগুনের লেলিহান শিখায় যৌনপল্লির অন্তত 5টি কাঠের ও টিনের ছাউনি দেওয়া ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আগেই দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে আনা হয়। দমকলের 3টি ইঞ্জিনের প্রায় দু'ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নেভাতে গিয়ে 3 জন যৌনকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST