Malda Market Fire : মালদার চিত্তরঞ্জন পৌরবাজারে আগুন, হতাহতের খবর নেই - Malda Deshbandhu Chittaranjan Market
রাম নবমীর দিনে দেশবন্ধু চিত্তরঞ্জন মার্কেটে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা শহরে (Fire Breaks Out at Malda)। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও অনুমান পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল 10টা নাগাদ মালদা শহরের দেশবন্ধু চিত্তরঞ্জন মার্কেটে (Malda Deshbandhu Chittaranjan Market)হঠাৎ আগুন দেখতে পান কিছু ব্যবসায়ী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন ও ইংরেজবাজার থানার পুলিশ। এলাকায় ছুটে আসেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা । জয়ন্তবাবু বলেন, "প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই দমকল, ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এসেছেন পৌরসভার প্রতিনিধিরাও। রবিবার থাকায় অনেক দোকান এখনও খোলেনি। সেই সমস্ত দোকানদারদের ডেকে পাঠানো হয়েছে। এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয়। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই ।"
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST