Fire Breaks Out at kanksa : কাঁকসায় হার্ডওয়ারের গোডাউনে ভয়াবহ আগুন - hardware godown fire in kanksa
দুর্গাপুরের কাঁকসার অন্তর্গত মুচিপাড়ার শিবপুর এলাকার একটি হার্ডওয়ারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। এদিন বেলা 12টা নাগাদ ওই গোডাউনে আচমকায় আগুন লাগে। যার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায় ৷ স্থানীয়রা দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। তড়িঘড়ি দমকল বিভাগকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পোঁছায় দমকলের দু‘টি ইঞ্জিন। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ৷ প্রায় 15 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান মালিকের।
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST