পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Bijanbari Fire: ভোররাতে বিজনবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত 4টি বাড়ি - Bijanbari fire

By

Published : Apr 8, 2022, 2:03 PM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

শুক্রবার ভোররাতে দার্জিলিংয়ের বিজনবাড়ির রেলিং এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ভস্মীভূত হয়েছে চারটি বাড়ি (Fire Breaks Out at Bijanbari)। পাশাপাশি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও তিনটি বাড়ি। জানা গিয়েছে, এদিন আচমকা স্থানীয় গণেশ তামাংয়ের বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখেন প্রতিবেশীরা। বাড়িগুলির বেশিরভাগ অংশ কাঠের হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে ও পরে ভয়ানক আকার ধারণ করে। স্থানীয়রা আগুন নেভানোর কাজ করতে নামলেও ব্যর্থ হন। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। বিজনবাড়ি থানার পুলিশ ও দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে টানা তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও হতাহতের কোনও খবর নেই। তবে সব মিলিয়ে প্রায় আট থেকে দশ লক্ষ টাকার সম্পত্তি ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল সময়মতো পৌঁছলে আরও কম ক্ষতি হত। পাহাড়ি দুর্গম এলাকায় ঘটনাস্থলে পৌঁছতেই অনেক সময় লেগে যায় দমকলের। খবর পেয়ে এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details