Drug Free Society : নেশামুক্ত সমাজ গড়তে দৌড়ে দার্জিলিং ফুলিয়ার যুবকের - সেফ ড্রাইভ সেভ লাইফ
নেশামুক্ত সমাজ গড়ে তুলতে করতে হবে নিয়মিত শরীরচর্চা । সমাজকে সচেতনের বার্তা (Drug Free Society) দিতে প্রায় 600 কিলোমিটার পাড়ি দেওয়ার উদ্দেশ্যে দার্জিলিংয়ে রওনা দিল এক যুবক, তাও আবার দৌড়ে ৷ তার নাম মাহিতোষ ঘোষ, বাড়ি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ায়। এ প্রথম নয়, এর আগেও সমাজকে বার্তা দিতে দৌড়েই দিঘা পাড়ি দিয়েছিল । গাছ লাগানো থেকে শুরু করে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' এবং নেশামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে ৷ আর এবার দার্জিলিং, লক্ষ্য একটাই পরিবেশ সম্পর্কে মানুষকে আরও বেশি সচেতন করা। মহিতোষ যাবে দৌড়ে আর তার বন্ধুরা সাইকেলে করে তার সঙ্গে যাবেন। মাহিতোষের এই উদ্যোগে খুশি এলাকাবাসীও।
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST