Mrs Undercover: রাধিকার 'মিসেস আন্ডারকভার'-এ অভিনয়ের অভিজ্ঞতা কেমন ? জানালেন বাংলার অভিনেতারা - রাধিকা আপ্তে
সম্প্রতি হিন্দি ওয়েব সিরিজে পা রেখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । এই তালিকায় নাম লিখিয়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়ও । এ বার হিন্দি ওয়েব দুনিয়ায় নাম জুড়ল সাহেব চট্টোপাধ্যায়, লাবণী সরকার, রোশনি ভট্টাচার্য ও রাজেশ শর্মার । পয়লা বৈশাখে স্ট্রিমিং শুরু হয়েছে অনুশ্রী মেহেতা পরিচালিত হিন্দি ওয়েব ফিল্ম 'মিসেস আন্ডারকভার'-এর । সেখানেই অভিনয় করেছেন রাজেশ শর্মা, লাবণী সরকার, সাহেব চট্টোপাধ্যায় এবং রোশনি ভট্টাচার্য । এই ওয়েব ফিল্মে দেখানো হয়েছে একজন আন্ডার কভার এজেন্টের কাহিনি ৷ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্তে ৷ রাধিকাকে দেখা গিয়েছে একজন গৃহবধূর চরিত্রে ৷ তবে একসময় সে ছিল একজন আন্ডারকভার এজেন্ট ৷ শহরে হঠাৎ রহস্যজনক খুন শুরু হয় । যেখানে তাক করা হয় সমাজের অসহায় নারীদের । ডাক পড়ে সেই আন্ডারকভার এজেন্টের ৷ কিন্তু তার সেই ফেলে আসা দক্ষতা আর নেই । সে এখন গিন্নিবান্নি মানুষ । সংসার, ছেলে নিয়ে সে বেজায় ব্যস্ত । যাকে বলে ঘরোয়া নারী । কিন্তু তাকে কিছু না কিছু তো করতেই হবে । কী করবে সে ? জানা যাচ্ছে স্ট্রিমিং -এ । এই হিন্দি ওয়েব ফিল্মে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিলেন রাজেশ শর্মা, লাবণী সরকার এবং সাহেব চট্টোপাধ্যায় ।