Taapsee Pannu: সনাতন ধর্মের ভাবাবেগে আঘাতের অভিযোগ, বিপাকে তাপসী পান্নু - বিপাকে তাপসী পান্নু
সম্প্রতি একটি ফ্যাশন গালায় অংশগ্রহণ করে বিপদের মুখে পড়লেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু ৷ গত মাসে ল্যাকমে ফ্যাশন উইকে রিলায়েন্স জুয়েলস এবং মণীশা জয়সিং'য়ের হয়ে শো-স্টপারের দায়িত্ব সামলেছিলেন পিঙ্ক অভিনেত্রী ৷ তাঁকে সেদিন দেখা গিয়েছিল টুকটুকে লাল ড্রেসে ৷ এর সঙ্গে গলায় যে নেকপিসটি পরিধান করেছেন তিনি, তাতে খোদাই করা ছিল মা লক্ষ্মীর একটি মূর্তি ৷ তাপসী তাঁর সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন এই অনুষ্ঠানের ৷ তাঁর এই ভিডিয়ো নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷ এমনকী মধ্যপ্রদেশের ইন্দোরে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি বিধায়ক মালিনী গৌড়ের ছেলে তথা হিন্দু সংরক্ষক সংগঠনের নেতা একলব্য সিং গৌর ৷ তাঁর দাবি, এটা সনাতন ধর্মের অপমান (Complaint against Taapsee for husting sentiments )৷