পশ্চিমবঙ্গ

west bengal

ঘনিষ্টতার ছবি কিরণের সঙ্গেও; দেখুন ভিডিয়ো

ETV Bharat / videos

আমির-কন্যার বিয়েতে এক ফ্রেমে গোটা পরিবার, খোশমেজাজে কিরণও; দেখুন ভিডিয়ো

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 11:09 AM IST

Updated : Jan 4, 2024, 1:59 PM IST

Ira Khan Wedding: অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন আমির খানের কন্যা ইরা খান ৷ ফিটনেস ট্রেনার নুপুর শিখরের হাত ধরেই একসময় অবসাদের অন্ধকারে কাটিয়ে উঠতে পেরেছিলেন তিনি ৷ এবার জীবনসঙ্গী হিসাবেও তাঁকেই বেছে নিলেন আমির কন্যা ৷ বুধবার তাজ ল্যান্ডস এন্ড হোটেলে নতুন পর্বের পথ চলা শুরু করলেন ইরা ৷ বুধবার এই অনুষ্ঠানে হাজির আমিরের গোটা পরিবার ৷ প্রথম স্ত্রী অর্থাৎ ইরার মা রিনা দত্ত তো ছিলেনই ছেলে আজাদকে নিয়ে উপস্থিত হন তাঁর দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-ও ৷ ছিলেন আমির পুত্র জুনায়েদও ৷ সকলেই এদিন একসঙ্গে পোজ দেন ক্যামেরার উদ্দেশ্য়ে ৷ রিনার সঙ্গে বিচ্ছেদ হলেও তাঁদের মধ্য়ে বন্ধুত্ব এখনও অটুট ৷ আমিরের এদিনের ব্যবহারেই মিলল তার প্রমাণ ৷ সকলের সামনের স্ত্রীর কাছে এগিয়ে গেলেন মিস্টার পারফেকশনিস্ট ৷ আর তারপর প্রাক্তন স্ত্রী কাছে টেনে নিয়ে গালে এঁকে দিলেন আদুরে চুম্বন ৷ কিরণকেও দেখা গেল সপ্রতিভ মেজাজেই ৷ গত বছর নভেম্বর মাসে ইরা ও নপুরের বাগদানের আয়োজন করা হয় ৷ এবার তাঁদের নতুন জীবন শুরু করার পালা ৷ নবদম্পতিকে এদিন দেখা গেল রাজকীয় সাজে ৷ 

Last Updated : Jan 4, 2024, 1:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details