Dabaru Teaser Launch: 'দাবাড়ু'র টিজার লঞ্চে হাজির গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ ও সূর্যশেখর গাঙ্গুলি
Published : Sep 8, 2023, 10:00 PM IST
মাত্র 18 বছর বয়সে দ্বিতীয় ভারতীয় দাবাড়ু হিসাবে দাবা বিশ্বকাপের ফাইনাল খেলেছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ ৷ গর্বের সেই স্মৃতি এখনও তাজা ৷ বিশ্ব মঞ্চে এর আগে বিশ্ব চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ, দেশের কনিষ্ঠতম দাবাড়ু গ্র্যান্ডমাস্টার সূর্য শেখর গঙ্গোপাধ্যায়ও দাবাড়ুর ইতিহাসে গর্বিত করেছে দেশবাসীকে ৷ যার মধ্যে গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনী স্থান পাচ্ছে রূপোলি পর্দায় ৷ পথিকৃৎ বসুর হাত ধরে বড় পর্দায় আসছে নতুন বাংলা ছবি 'দাবাড়ু'। সম্প্রতি হয়ে গেল ছবির টিজার লঞ্চ ৷ হাজির ছিলেন গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ, গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায় ৷ উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রযোজক নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পরিচালক পথিকৃৎ বসু । এদিন সূর্যশেখর গঙ্গোপাধ্যায় এবং বিশ্বনাথন আনন্দের সঙ্গে দাবার চাল দেয় ছবিতে দুই বয়সের সূর্যশেখর, অর্ঘ্য বসু রায় এবং সমদর্শী সরকার। সূর্যশেখরের জীবনের দ্বারা অনুপ্রাণিত এই ছবি নিয়ে খুশি বিশ্বনাথন আনন্দ। মঞ্চে বসেই জানালেন নিজের ভালো লাগার কথা। তাঁর এই বিশেষ দিনে উপস্থিতি নিয়ে খুশি টিম উইন্ডোজ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত ।