Virat-Anushka Puja Video: গলায় রুদ্রাক্ষের মালা, সাদা ধুতি পরে অনুষ্কাকে সঙ্গে নিয়ে পুজো দিলেন বিরাট, দেখুন ভিডিয়ো - Social Media
বাবার অসংখ্য ভক্তদের সঙ্গে ভিআইপি তকমা সরিয়ে রেখে আর পাঁচজনের সঙ্গে মিশে গিয়েছেন এই দম্পতি ৷ মন্দিরের মেঝেয় বসে ভক্তদের সঙ্গেই প্রার্থনা করলেন। এই তারকা দম্পতি হলেন বিরাট-অনুষ্কা ৷ ধুতি, গেঞ্জি, গলায় রুদ্রাক্ষের মালা পরে বিরাট কোহলিকে দেখা গেল ঠাকুরের মন্দিরের চৌকাঠে বসে। গোলাপি রঙের শাড়ি পরে বিরাটের সামনে বসেছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা (Virat-Anushka Visit Mahakaleshwar Temple)৷ ঈশ্বরের দরবারে সকলেই যে সমান, ফুটে উঠল সেই ছবিই। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিরুষ্কার মন্দিরে পুজো দেওয়ার একাধিক ভিডিয়ো। তারকা দম্পতির এহেন ভক্তিতে মুগ্ধ অনুরাগীরা। মন্দির দর্শনের পর বিরুষ্কা জানান, মহাকালের মন্দিরে তাঁদের দর্শন ভালো হয়েছে। কিছুদিন আগে ক্রিকেটার অক্ষর প্যাটেল স্ত্রী মেহা প্যাটেলকে সঙ্গে নিয়ে এই মন্দিরে পুজো দেন ৷ এই তালিকায় রয়েছেন নববিবাহিত দম্পতি কেএল রাহুল এবং আথিয়া শেট্টিও ৷ তাঁরাও মহাকালেশ্বর মন্দিরে গিয়ে, পুজো দিয়ে, আরতি করে আশীর্বাদ কামনা করেন এই সেলেব দম্পতি।