Holi Special Episode: দোল ঘিরে দারুণ পর্ব বাংলা ধারাবাহিকে, স্টুডিয়োতে রঙের মেলা - Holi special Episode in Tumpa Autowali
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেগুলিকে নানা ঘটনার ঘনঘটায় সাজিয়ে পালন করে বাংলা টেলিভিশনের ফিকশন এবং নন ফিকশনগুলি। ধারাবাহিকে আসে নতুন মোড়। আর রিয়ালিটি শো-তে আসে উৎসব স্পেশাল এপিসোড । আর এবার 'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকেও আসছে দোল উৎসবকে কেন্দ্র করে ধামাকাদার পর্ব । টুম্পার সামনে ফের এক কঠিন লড়াই । বাড়িরই সদস্য চক্রান্ত করছে তার স্বামী আবিরের বিরুদ্ধে । ওদিকে ছোট্ট পিকু কিডন্যাপ হয়ে যায় হোলির দিনে । এর সব দায় এসে পড়ে টুম্পার উপরে । কীভাবে তাকে রক্ষা করবে টুম্পা? জানা যাবে আসন্ন এপিসোডেই । কোনও উৎসব পার হয়ে গেলেও তার রেশ থেকে যায় বাংলা টেলিভিশনের দৌলতে । এই বিষয়টা বেশ আনন্দের বলে মনে করে ধারাবাহিকের মুখ্য দুই অভিনেততা ডোনা ভৌমিক এবং সায়ন বসু । তাঁদের মতে, অভিনেতা হওয়ার একটা বড় সুবিধা এটাই ( Holi special Episode in Tumpa Autowali)।
TAGGED:
Holi Special Episode